Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএফডিসি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১২:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিএমও

ঢাকা: চলচ্চিত্রের মানুষদের জন্য ২০১৮ সালে ‘বিএফডিসি কমপ্লেক্স’ নির্মাণের ঘোষণা দেয় সরকার। এরপর বেশ কয়েকবার নকশা পরিবর্তন ও করোনাকাল পার করে ২০২১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে বেইজমেন্টসহ একটি তলার নির্মাণ কাজ শুরু হয়। এ অবস্থায় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় শেখ হাসিনা বলেন, ‘১৯৫৭ সালের ৩ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ বিফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) প্রতিষ্ঠা হয়েছিল। এর পিছনে আমার মায়ের (বেগম ফজিলাতুন নেছা মুজিব) অবদান রয়েছে। একদিন সিনেমা দেখে রিকশায় তিনি বাবাকে বলেছেন, অন্যরা সিনেমা নির্মাণ করতে পারলে আমাদের দেশে কেন হবে না। তখন বঙ্গবন্ধু বিএফডিসি প্রতিষ্ঠার উদ্বোগ নেন।’

শেখ হাসিনা জানান, ১৯৮৬ সালে তেজগাঁও এলাকার এমপি থাকাকালীন এফডিসির সামনের রাস্তাটি নির্মাণের ব্যবস্থা করেন এবং একইসঙ্গে আধুনিক একটি গেইট নির্মাণের ব্যবস্থা করেন।

তিনি আরও জানান, বেশ কয়েকটি ডিজাইন থেকে বিএফডিসি কমপ্লেক্সের বর্তমান ডিজাইনটি তিনি পছন্দ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান ডিজানটি অনেক সুন্দর হয়েছে। এর জন্য যে আর্কিটেক্ট গ্রুপ কাজটি করেছে তাদের ধন্যবাদ জানাই।’

বিএফডিসি কমপ্লেক্স চলচ্চিত্রের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আরিফিন শুভ, কাজী হায়াৎ, অপু বিশ্বাস, অঞ্জনা, সুজাতা ও নূতন প্রমুখ।

বিজ্ঞাপন

এফডিসির মাল্টিপ্লেক্সটিতে থাকছে তিনটি বেজমেন্ট। যেখানে ৩০০ গাড়ি পার্কিং করা যাবে। মূল ভবনটি ১২ তলা বিশিষ্ট। থাকছে তিন ও দুই স্ক্রিন বিশিষ্ট দুটি সিনেপ্লেক্স। এতে আরও থাকছে এফডিসির মূল কার্যালয়, ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র জাদুঘর, রিহার্সেল রুম, আবাসিক হোটেল, শপিং মল, সুইমিংপুল ও ব্যায়ামাগার। ২০২৪ সাল নাগাদ এটি উদ্বোধন করা যাবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এজেডএস/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএফডিসি কমপ্লেক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর