Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আলমসাধুর যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১৫:৫৮

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে চলন্ত ট্রাকের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান আলমসাধুর এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুজিত বিশ্বাস (৩৫)।

রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। নিহত সুজিত বিশ্বাস চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটী গ্রামের রতন বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান খাতুন বলেন, ‘সুজিত মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।’

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘সুজিত নিজেও একজন আলমসাধু চালক। এদিন সকালে একজনকে আলমসাধু কেনার কাজে সহযোগিতার জন্য মেহেরপুর যাচ্ছিলেন। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহত অবস্থায় সুজিতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সারাবাংলা/এনএস

আলমসাধু চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর