Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গ্রেফতার করে কাজ হবে না, আন্দোলন চলবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১৬:১৫

ঢাকা: সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ব‌লে‌ছেন, আমাদের নেতা-কর্মীদের ওপর অত্যাচার করছেন। গ্রেফতার করছেন। এই অত্যাচার অবিচার গ্রেফতার করে কোনো কাজ হবে না, আন্দোলন চলবে।

রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে বিরোধীদলের নেতা কর্মীদের গ্রেফতার বন্ধের দাবিতে গণতন্ত্র ফোরাম এ প্রতীকী অবস্থান কর্মসূচি আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববোধক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন। এ দাবির সঙ্গে দেশের ৮৫ ভাগ মানুষ একমত। কারণ, এদেশের মানুষ সরকারের কাছে অনেক ধোঁকা খেয়েছে, আর ধোঁকা খেতে চায় না। তাই এদেশের জনগণ আজকে রাজপথে আন্দোলনে শামিল হয়েছেন।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনের মা‌ধ্যেমে সরকারের পতন ঘটাতে হ‌বে। এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের আনাচে কানাচে, যে যেখানে আছেন, সেখান থেকেই স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত বুকের তাজা রক্ত ঢেলে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আজকে আমরা সকলের সঙ্গে একাত্মতা পোষণ করে এই সরকারের পতন নিশ্চিত করতে চাই। আজকে আমাদের লড়াই ভোট অধিকারের লড়াই। আজকের লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে তারা যে খেলা শুরু করেছে, তা এ দেশের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

গণতন্ত্র ফোরামের সভাপ‌তি ভিপি ইব্রাহিমের সভাপ‌তি‌ত্বে অবস্থান কর্মসূ‌চি‌তে অন্যদের মধ্যে বক্তব‌্য দেন বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু নাসের মোহম্মদ রহমতুল্লাহ, মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক মিয়া মো. আনোয়ার, কৃষকদ‌লের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম,ঢাকা মহানগর ওলামাদ‌লের সাধারণ সম্পাদক কাজী র‌ফিক, মৎস‌্যজীবী দ‌লের সদস‌্য ঈমাইল হো‌সেন সিরাজী প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

জয়নাল আবদিন ফারুক টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর