Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাহেদের ৩ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ১১:৩০

ঢাকা: আলোচিত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

সোমবার (২১ আগস্ট) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার তারিখ হতে ৬০ কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়। অন্যদিকে দুদক আইনের ২৭(১) ধারায় অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় এই ধারা থেকে তাকে খালাস দেন আদালত।

রায় ঘোষণার আগে কারাগার থেকে সাহেদকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ১০ আগস্ট বিকেলে দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় রায়ের এ তারিখ ঠিক করেন।

জানা যায়, অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ ২০২১ সালের ১ মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে মামলাটি করেন।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়। এরপর গত ১৭ জুলাই সাহেদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে সময়ে আদালত ১০ জনের সাক্ষ্য নিয়েছেন।

সারাবাংলা/এআই/এমও

অবৈধ সম্পদ অর্জন সাহেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর