Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল গণতন্ত্র ধ্বংসের গভীর ষড়যন্ত্র’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ১৫:৩০

ঢাকা: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ছিল গণতন্ত্র ধ্বংস ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার ন্যাক্কারজনক চক্রান্ত।

সোমবার (২১ আগস্ট) বাংলাদেশের যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস দাস এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ‘পচাঁত্তরের ১৫ আগস্ট সপরিবারের বঙ্গবন্ধুকে হত্যা, রমনা বটমূলে বোমা হামলা, যশোরে উদীচীর সমাবেশে হামলা, পল্টনে সিপিবির সমাবেশে হামলাসহ ২০০৫ সালে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা একই সূত্রে গাঁথা। এসব হামলার পিছনের অপশক্তি মুক্তিযুদ্ধবিরোধী উগ্র মৌলবাদী গোষ্ঠী। যারা এখনও বাংলাদেশকে প্রতিক্রিয়াশীল ভাবধারায় বাংলাদেশকে নিয়ে যেতে নিয়মিত ষড়যন্ত্রে লিপ্ত।’

তারা এসব হামলায় দায়ী অপশক্তিকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এর আগে, সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অস্থায়ী শহিদ বেদিতে বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এম এম মিল্টন, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোজ বাড়ৈ, ঢাকা দক্ষিণের সভাপতি ওমর ফারুক সুমন, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রাসেল, মামুন মোল্লা, কাজী মনজুরুল ইসলাম শাহিন, বখতিয়ার হোসেন শিশির, মনিরুজ্জামান বিবর্তন, অম্বিক মন্ডলসহ অনেকে।

সারাবাংলা/এমও

২১ আগস্ট যুব মৈত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর