Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির পরিচিতি সভায় হট্টগোল-ভাংচুর, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ১৬:১১

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে জেলা জাতীয় পার্টির নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভায় পদ বঞ্চিতদের হট্টগোল ও ধস্তাধস্তিতে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন টঙ্গীবাড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা জাতীয় পার্টির সদস্য জহিরুল ইসলাম ও মিলন শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানায়,সোমবার দুপুরে মুন্সীগঞ্জ মাঠপাড়া এলাকার জাতীয় পার্টির জেলা কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা চলাকালে নবগঠিত কমিটির পদ বঞ্চিত মুন্সীগঞ্জ শহর জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান দিদারের নেতৃত্বে কয়েকজন পদ বঞ্চিত নেতা হট্টগোল শুরু করে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুর করে তারা। এতে দুই পক্ষের ধস্তাধস্তিতে অন্তত ৩ জন আহত হয়।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেব।

গত ১৭ আগস্ট জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিক উল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের কমিটির অনুমোদন দেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি। এতে আরিফুজ্জামান দিদারসহ বেশ কয়েকজন পদ বঞ্চিত হয় বলে অভিযোগ রয়েছে।

সারাবাংলা/একে

জাতীয় পার্টি পরিচিতি সভা হট্টগোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর