Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ঢাবি করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ১৮:৩৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ ১৯:৪৯

নিহত ঢাবি শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের (এস এম হল) নিজ কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে হলের ১৬৫ নম্বর রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মঞ্জুরুল ইসলাম নামের ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পান হলের শিক্ষার্থীরা। তাদের কাছ থেকে খবর পেয়ে হল প্রশাসন ও পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে।

বিজ্ঞাপন

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ বলেন, হলের এক রুমে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহের তথ্য পেয়েছি। আমরা ‍পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

মঞ্জুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার বাড়ি গোপালগঞ্জ।

সারাবাংলা/আরআইআর/টিআর

ঝুলন্ত মরদেহ ঢাবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর