Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যবসায়ী-আমলা-বিদেশি শক্তির হাতে দেশ ও রাজনীতি’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ২২:৩৪

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন আর রাজনৈতিক দলের হাতে নেই। ব্যবসায়ী, আমলা আর বিদেশি শক্তির হাতে চলে গেছে।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর হাজারি লেনে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম জেলা সিপিবির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমেরিকার অ্যাম্বেসিতে রাজনৈতিক দলগুলোর দৌঁড়ঝাপ বেড়ে গেছে উল্লেখ করে শাহ আলম বলেন, বাংলাদেশের রাজনীতিই শুধু ব্যবসায়ী, আমলা, বিদেশি শক্তির হাতে চলে গেছে এমন নয়, এই তিন শক্তিই এখন দেশ এখন পরিচালনা করছে। এ কারণেই রাজনৈতিক দলগুলোর দৌঁড়ঝাপ আমেরিকান অ্যাম্বেসিতে বেড়ে গেছে। অন্য দেশের প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে মিটিং করে সালমান এফ রহমানের মতো ব্যবসায়ী নেতারা।’

তিনি আরও বলেন, ‘১৫ বছর ধরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও রাজনীতি কেন এখানে চলে এলো? কারণ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রহীনতায় আজ পুরো দেশ ভুগছে। আর এই সুযোগে আমেরিকার অপতৎপরতা বেড়েই চলেছে। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন তাদের এই সুযোগ করে দিয়েছে। শেখ হাসিনার কাছে দেশের জনগণ গুরুত্বপূর্ণ নয়। সুতরাং শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হবে।’

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বর্তমানে সরকার যে দুঃশাসনের নজির তৈরি করেছে, তার মধ্যে ফ্যাসিস্ট আচরণ যেভাবে বেড়ে চলছে, সেটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ আরও বড় সংকটে পড়বে। পাশের দেশ আধিপাত্যবাদী ভারতে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশও এর বাইরে নয়। দেউলিয়াত্বের দিকে ঝুঁকছে রাজনীতি। এর থেকে রাজনীতিকে বের করে আনতে হবে।’

বিজ্ঞাপন

জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলার সভাপতি কানাই দাশ ও সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুন নবী।

এর আগে, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সদ্যপ্রয়াত শামছুজ্জামান সেলিম স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

আমলা বিদেশি শক্তি ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর