Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঈদীর মৃত্যুতে ‘শোকাহত’ হয়ে পদ হারালেন ছাত্রলীগের ১৪ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ১০:২১

নওগাঁ: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সহানুভূতিশীল পোস্ট’ করায় নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২২ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন, আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও মাহথির মোহাম্মদ তুফান; সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক (বাচ্চু) ও রায়হান সোবহান (রাসেল); শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন; ত্রাণ ও দুযোর্গবিষয়ক সম্পাদক আইজাক শামীম; সদস্য মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সাব্বির সরদার।

এছাড়া নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজিব মন্ডল, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রামিম রেজা আকাশ এবং নওগাঁ সদর উপজেলা বর্ষাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আপন হোসেনকেও তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করেন তারা। ছাত্রলীগের ওই নেতারা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এছাড়া স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

ছাত্রলীগ ফেসবুকে পোস্ট সাঈদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর