Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাস্টবিনে পড়েছিল মানব ভ্রূণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ১৬:৪৯ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ ১৬:৫৯

নওগাঁ: নওগাঁয় একটি ডাস্টবিন থেকে মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে শহরের পার-নওগাঁ এলাকা থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পার-নওগাঁ মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রূণটি দেখতে পায় স্থানীয় লোকজন। কিন্তু পুলিশ সেখানে যাওয়ার আগেই নওগাঁ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ভ্রূণটি উদ্ধার করে পৌরসভায় নিয়ে আসে। পরে সেখান থেকে থানা-পুলিশ ভ্রূণটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

এবিষয়ে ওসি ফায়সাল বিন আহসান বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রূণটি বয়স ৫-৭ মাসের হবে। তবে হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিত করে বলা যাবে সেটির বয়স কত হবে।

ওসি আরও বলেন, হাসপাতালে ভ্রূণটির ডিএনএ প্রোফাইল তৈরি শেষে পৌরসভার মাধ্যমে দাফন করা হবে। এছাড়া ডাস্টবিনে ভ্রূণটি কে রেখে গেছেন তার পরিচয় এখনও পাওয়া যায়নি। এসব বিষয়ে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এনইউ

নওগাঁ মানব ভ্রুণ