Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবননগর সীমান্ত থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ১১:৫৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরের পাথিলা সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের সোনার বার উদ্ধার করে মহেশপুর ৫৮ বিজিবি।

মঙ্গলবার (২৩ আগস্ট) জীবননগর পাথিলা সীমান্ত এলাকা থেকে এসব বার জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।

৫৮ বিজিবি‘র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, একটি সূত্রের মাধ্যমে খবর পেয়ে বিজিবির একটি দল পাথিলা সীমান্ত এলাকায় অবস্থান করছিল। বিকেল ৫টার দিকে সন্দেহজনক এক ব্যক্তি মোটরসাইকেলে ঈদগা মাঠ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে ধাওয়া দেয় বিজিবি।

তার কোমরে একটি কাপড়ের ব্যাগ বাঁধা ছিল। বিজিবির সদস্যরা সেটি ধরতে গেলে তিনি ওই ব্যাগ খুলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। বিজিবি সদস্যরা কাপড়ের ব্যাগটির ভেতর থেকে ১৭টি সোনার বার জব্দ করে। যার ওজন ৫ কেজি ৪৭৮ গ্রাম। এসবের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।

এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা এবং জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী কার্যালয়ে জমা করা হবে বলেও জানান বিজিবির কর্মকর্তা।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর