Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে মরবে দেড় লাখ মানুষ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ১৫:১৪

ডা. মো. এনামুর রহমান, ফাইল ছবি

ঢাকা: ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে দেড় লাখ মানুষ মারা যাবে, আর ৫ লাখ মানুষ আহত হবে বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এই বিপদ মোকাবেলায় ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলেও জানান তিনি।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।

এনামুর রহমান বলেন, ‘বর্তমান সময়ে ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে দেড় লাখ মানুষের মৃত্যু হবে, এতে আহত হবে ৫ লাখ। আর ১ লাখ ৭২ হাজার বাড়িঘর ধ্বংস হবে। তাই ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।’

তিনি আরও বলেন, ‘৮টি জোনে ভাগ করে ঢাকায় ভূমিকম্প সক্ষমতা তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এজন্য ৪২০ কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে। ভবিষ্যতে বিল্ডিং কোড ছাড়া আর কাউকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমিকম্প প্রতিরোধী দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে জাপান সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ভূমিকম্প মোকাবেলায় এখনো পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে না পারলেও ভূমিকম্প হলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেজন্য ৪৪ হাজার সেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে।’

উল্লেখ্য, সবশেষ গত ১৪ আগস্ট রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ এর আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। যদিও সেই ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/জেআর/এনএস

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর