পূর্বাচলে নর্দান ইউনিভার্সিটির শিক্ষকের মরদেহ উদ্ধার
২৩ আগস্ট ২০২৩ ১৬:৩৫
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্যাহ আল মামুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার পূর্বাচল ২০ নম্বর সেক্টরের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আল মামুন ফেনীর গজারিয়া গ্রামের আবুল কালামের ছেলে। রাজধানীর দক্ষিণখান কাউলা বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
নিহতের স্বজন মনির হোসেন জানান, গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ইউনিভার্সিটি হয়ে উত্তরার একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। দুপুর ১২টার দিকে তার সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে বাড়িতে ফিরে না আসায় অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে পুলিশ পূর্বাচল থেকে মামুনের লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।
সারাবাংলা/এআরএইচ/এনএস