Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে চীন কোনো ইন্টারফেয়ার করবে না: রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ১৭:২১

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে চীন কোনো ইন্টারফেয়ার করবে না জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি।

বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে চীন কোনো ইন্টারফেয়ার করবে না। আগামীতে দেশ কে পরিচালনা করবে, সেটা দেশের জনগণ নির্ধারণ করবে।’

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের মেরিটাইম সেক্টর এবং মোংলা বন্দর আধুনিক করতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক যাতে আরও বেশি সহজ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশে চীনের বিনিয়োগের প্রকল্পগুলো চলমান। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরেও ডেভেলপমেন্ট প্রকল্পগুলো এগিয়ে চলছে। অন্যান্য দেশে অসুবিধা হলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

 

আরও পড়ুন:
মোংলা বন্দরে বিনিয়োগ করতে চায় চীন

সারাবাংলা/জেআর/এমও

চীনের রাষ্ট্রদূত জাতীয়-নির্বাচন রাষ্ট্রদূত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর