Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারের স্থিতিশীলতায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয় প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ১৮:৫৮

ঢাকা: বাজার স্থিতিশীলতা রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। বুধবার (২৩ আগস্ট) ডিসিসিআই অডিটোরিয়ামে ‘বেসরকারিখাত এবং সরকারি সংস্থাসমূহের মধ্যকার সমন্বয় সুসংহতকরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম।

বিজ্ঞাপন

ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার হয়রানিমুক্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, ভোক্তা অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির উপর জোরারোপ করেন। তিনি বলেন, ‘কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া দ্রুতকরণ, বিএসটিআই’র সক্ষমতা বাড়ানো এবং এনবিআর, ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনসহ সরকারের অন্যান্য সংস্থার মধ্যকার সমন্বয় বাড়াতে হবে। বাজারে স্থিতিশীলতা আনতে বেসরকারি খাত এবং সরকারি সংস্থার মধ্যকার সমন্বয় একান্ত আবশ্যক, বিশেষকরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ও শ্রম অধিদফতরের কার্যক্রমের সমন্বয় বিশেষভাবে প্রয়োজন।’

ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘যারা ব্যবসা পরিচালনায় অসাধু পন্থা অবলম্বন করছেন, তাদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘তেল-চিনি বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় চাহিদা আমরা আমদানির মাধ্যমে মেটাতে হয় এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যের অস্থিতিশীলতার কারণে দেশীয় বাজারে পণ্যের মূল্যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। তবে স্থানীয় বাজারে অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতার কারণেও আমাদের পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, ফলে ভোক্তারা মূল্যস্ফীতির শিকার হচ্ছেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে গ্যাপ রয়েছে, যেটি নিরসন করা দরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারিখাতের অবদান প্রায় ৮২ শতাংশ এবং বেসরকারিখাতের উন্নয়নে সহায়ক নীতি সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর।’

এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমাদের ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায়িক কার্যক্রম পরিচলনায় নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ব্যবসা পরিচালন ব্যয় হ্রাসে আমাদের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।’

সারাবাংলা/ইএইচটি/এমও

ডিসিসিআই বাজারের স্থিতিশীলতা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর