Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্ট পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ ১২৩৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট 
২৩ আগস্ট ২০২৩ ১৯:০৮
ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৩৩ জন আইনজীবী। এখন তারা হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করতে পারবেন‌।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পরেই বার কাউন্সিলের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান এই ফল ঘোষণা করেন। এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ভাইভা বোর্ডের সদস্যরা, বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৪ মার্চ হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৫ থেকে ১০ এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট ১ হাজার ৪৬০ জন মোখিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় ১ হাজার ২৩৩ জন উত্তীর্ণ হন। তারা হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করতে পারবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনএস

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর