শিশু কল্যাণের শিক্ষকদের বেতন দ্রুত চালুর সুপারিশ
২৩ আগস্ট ২০২৩ ২২:০৮
ঢাকা: শিশু কল্যাণ ট্রাস্টের শিক্ষকদের বন্ধ থাকা বেতন দ্রুত চালুর সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে সরকারের দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় বিভিন্ন বিদ্যালয়ে চলমান কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, কাজী মনিরুল ইসলাম ও মাহমুদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি হিসেবে শিক্ষার্থীরা যাতে যোগ্যতা ও সক্ষমতা প্রদর্শন করতে পারে সে লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম