Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজরাট ও হিমাচলে বিজেপির জয়


১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৬

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতের গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে আবারো জয় পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাটে বিজেপি তার দীর্ঘদিনের জয়ের ধারা অব্যাহত রেখেছে এবং কংগ্রেসের কাছ থেকে হিমাচল প্রদেশ ছিনিয়ে নিয়েছে।

গুজরাটে মোট ১৮২টি আসনের মধ্যে বিজেপি ৯৮টি, কংগ্রেস ৮১টি ও অন্যান্য দল মিলে ৩টি আসন লাভ করেছে। গুজরাটে বিজেপি ১৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস থেকে।

অন্যদিকে হিমাচল প্রদেশে ৬৮টি আসনের মধ্যে বিজেপি ৪৬টি, কংগ্রেস ১৮টি ও অন্যান্য দল ৪টি আসনে জয় লাভ করেছে।

বরাবরের মতোই সরকার গঠনের নিজস্ব ধারা বজায় রেখেছে হিমাচল প্রদেশ। প্রতি পাঁচ বছর অন্তর সেখানে নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নেয় কংগ্রেস ও বিজেপি। ২০১৭তে-ও সেই ‘ধারা’ অব্যাহত রেখে কংগ্রেসের আসন ছিনিয়ে নিলো বিজেপি।

উল্লেখ্য এর আগে ৯ ও ১৪ ডিসেম্বর দুই দফা ভোট গ্রহণ শেষে সোমবার এ ফলাফল ঘোষণা করা হয়।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর