Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ১০:৩১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ১২:৩২

যশোর: যশোর সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যূত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।

তিনি আরও জানান, উদ্ধার কাজ চলছে। শিগগির ট্রেন চলাচল শুরু হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

দুর্ঘটনা মালাবাহী ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর