Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ে দোকানে আগুন, নিহত ১২


১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৪২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৬

সারাবাংলা ডেস্ক

ভারতের মুম্বাইয়ে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ৪ জন আগুনে পুড়ে আহত হয়েছেন।

দেশটির পুলিশ এ খবর নিশ্চিত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, সোমবার স্থানীয় সময় সকালে মুম্বাইয়ের সাকি নাকা-কুর্লার খাইরানী সড়কের ভানু ফারসান দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানের আসবাবপত্রে আগুন ধরে যায়। এ সময় দোকানের বেশ কয়েকজন কর্মী সেখানে আটকা পড়ে।

তিনি বলেন, কয়েক মিনিটের মধ্যেই পুরো দোকান পুড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১২ জন মারা যায়। ফায়ারসার্ভিস কর্মী ও স্থানীয় বেসরকারি সংস্থার উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।

তিনি আরো বলেন, দোকানের ধ্বংসস্তুপের নিচে ছয় জন কর্মী চাপা পড়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

সারাবাংলা/ এমএইচটি

আগুন মুম্বাইয়