Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে বিএনপি: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৩ ১৯:৩০

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে। তাদের নেতারা এখন নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচি দেখে আমি ভাবলাম বিএনপির আবার কে মারা গেল? কালো পতাকা কেন? কালো পতাকা মিছিল করে কেন? কেউ কি মারা গেছে? কালো পতাকা মানে শোকের মিছিল। বিএনপি শোক করছে কেন? আন্দোলনের বারোটা বেজে গেছে। এখন নেতারা নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কালো পতাকা তো শোকের ছায়া। শোকের ছায়া হিসাবে আমরা আগস্ট মাসে কালো পতাকা ব্যবহার করি। আন্দোলনের পতাকা হচ্ছে লাল-সবুজ বাংলাদেশের জাতীয় পতাকা। কিন্তু এদের তো স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের প্রতি কোনো দরদ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বলে গণমিছিল। যে মিছিলে জনগণ নেই সেই মিছিল গণমিছিল হয় কেমন করে? মিছিল দেখবেন? মিছিল দেখাব। এক প্রান্ত ঢাকার ওই যাত্রাবাড়ী, আরেক প্রান্ত ওই দিকে মিরপুর, আরেকদিকে সবুজবাগ পার হয়ে যাবে। আওয়ামী লীগের মিছিল মানে সারা শহরে মিছিল আর মিছিল। মিছিল দেখবেন ২ তারিখে (সেপ্টেম্বর), দেখবেন ১ তারিখে তারুণ্যের সমাবেশে। তারুণ্যের সমাবেশ আপনারাও করেছেন আমাদেরও হবে ১ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে, লাখ লাখ তরুণের মিছিল আমরা দেখাব বিজয়ের পতাকা হাতে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ—এটা বিএনপির মতো জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপশক্তি অর্থ পাচারকারী দুর্নীতিবাজ ভোটচোরের হাতে আমরা বাংলাদেশের ক্ষমতা নিরাপদ মনে করি না।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি নেই যারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সমাবেশে বক্তব্য আরও দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানমসহ মহানগর নেতারা।

সারাবাংলা/এনআর/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর