Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৩ ১৩:০৬

মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন।

মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান নটসে জানিয়েছেন, শুক্রবার (২৫ আগস্ট) রাজধানী আন্তানানারিভোর জাতীয় স্টেডিয়ামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রেড ক্রস কর্মীরা অ্যাথলেটিকস ট্র্যাকের পাশে কয়েক ডজন আহত মানুষের সেবা করছেন।

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস ১৯৭৭ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রচলন করে। এতে অংশ নেয় মাদাগাস্কার, মরিশাস, সেশেলস, মালদ্বীপ ও রিইউনিয়ন অঞ্চল। প্রতি চার বছর পরপর এর আসর বসে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর