Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ০০:১৩

ঢাকা: সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় মাটিবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ছয় শ্রমিককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার মানিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), মোসলেম মালের ছেলে মো. জাকির মাল (৪৫), তালতলী উপজেলার আব্দুর রহিম মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (২৭), তৈয়ব আলী জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে মো. মাসুম (২৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল (২৪)।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, ‘শ্রমিকরা মাটি কেটে ট্রলারে করে একটি ইটভাটায় নিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলারে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে তারা ইঞ্জিন মেরামত শুরু করে। এ সময় পেছন থেকে তেলবাহী একটি জাহাজ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

সারাবাংলা/পিটিএম

ট্রলার ডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর