Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ২০:৪৩

বরিশাল: জেলার বানারীপাড়ায় সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উদয়কাঠি গ্রামের আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে কামরুল ইসলাম হায়দার।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে কামরুল বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। আজ ট্যাংকের সেন্টারিং খোলার জন্য তিনি সেখানে জমে থাকা পানি বালতি দিয়ে পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে তার হাতে থাকা বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। তখন বালতি তুলতে ট্যাংকে নেমে সিমেন্টের বিষাক্ত গ্যাসে তিনি অজ্ঞান হয়ে যান কামরুল। এ সময় ছেলেকে উদ্ধারে ট্যাংকে নামেন আবুল কালাম হাওলাদার। তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ‘অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটেছে। সরেজমিন তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিআর/পিটিএম

টপ নিউজ বাবা-ছেলে মৃত্যু সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর