মুন্সীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু
২৭ আগস্ট ২০২৩ ২১:৩০
মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখান উপজেলার নিমতলায় আবাসন প্রকল্পে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তুলা মিয়া (৪১) ও পলাশ (৪০) নামে দুই শ্রমিক মারা গেছে।
রোববার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকার নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানিতে এ ঘটনা ঘটে।
নিহত তুলা মিয়া (৪১) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউদার গ্রামের গনি মিয়ার পুত্র এবং পলাশ (৪০) টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলচত্র গ্রামের মৃত শীতল মিয়ার ছেলে।
কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী জানান, নিহত দু’জন প্রায় পাঁচ বছর ধরে নিমতলা আবাসন হাউজিংয়ে কর্মরত ছিলেন। এদিন বিকেলে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করার সময় তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যায়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছি।’
এ বিষয়ে নিমতলা আবাসন নামে হাউজিং কোম্পানির একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও তারা রিসিভি করেননি। এমনকি মোবাইল ফোনে বার্তা পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম