Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজেন্সি দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে সরকার: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৩ ১৫:৪১

ঢাকা: এজেন্সি দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এজেন্সি দিয়ে ফেসবুকে অপ্রচার চালিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরণের ভুয়া ও জালিয়াতকারীরা সব সময় সক্রিয় থাকে। আর এদেরকে মদদ দিচ্ছে সরকার।’

বলেন, ‘মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন যাবত অসুস্থ, তা সকলেই অবগত। এছাড়া দুই বছর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশের বাইরে অস্ত্রোপচার করিয়েছেন। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদেরও তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনিও তো অনেকের সাথে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করেন।’

তিনি বলেন, ‘আজকে কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয়? সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কর্মকাণ্ডও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজকে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে সরকার এর আগেও অনেক চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ভেঙে ফেলার চেষ্টা করেছে, পারে নাই। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারে নাই। এবারও পারবে না।’

সারাবাংলা/এজেড/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর