Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় ২ মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৩ ১৭:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। উভয় মামলায় পাহাড় কাটার জন্য রেলওয়ের এক কর্মচারীকে দায়ী করে তাকে আসামি করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) নিহতের পরিবার এবং পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় আলাদাভাবে মামলা দুটি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার আসামি আব্দুল খালেক (৫৫) রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-১ এর কার্যালয়ে চৌকিদার হিসেবে কর্মরত আছেন।

রোববার সকালে নগরীর নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের কাছে আই ডব্লিউ কলোনি সংলগ্ন পাহাড় ধসে মো. আব্দুল আউয়াল সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতের মৃত্যু হয়। এ ঘটনার পর জেলা প্রশাসনের টিম সেখানে অভিযানে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পায়। এজন্য পরিবেশ অধিদফতরকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে জানান, পরিবেশ অধিদফতরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান বাদী হয়ে সরকারি পাহাড় কাটার অভিযোগে মামলা করেছেন। এতে অভিযোগ করা হয়েছে, আনুমানিক ৫০ ফুট উচ্চতার পাহাড়টির ঢালে ঝুঁকিপূর্ণ ভাবে স্থাপনা নির্মাণ করেছেন খালেক, যার কারণে তিনি ৫০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ এবং ২০ফুট উচ্চতায় পাহাড় কেটেছেন। খালেক ও তার স্ত্রী সেখানে অন্তত ৫০টি ঘর নির্মাণ করেছেন।

এছাড়া আব্দুল আউয়াল সোহেলের বড় ভাই মহরম আলী বাদী হয়ে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে মামলা করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, পাহাড় কেটে দেয়াল নির্মাণের সময় তারা খালেককে বাধা দিয়েছিলেন। কিন্তু জোর করে সে এ দেয়াল নির্মাণ করেছিলেন।

বিজ্ঞাপন

# চট্টগ্রামে ফের অতিবৃষ্টি, পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু

সারাবাংলা/আরডি/এনইউ

পাহাড়ধস বাবা-মা মামলা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর