ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেদিন জিয়াউর রহমান যদি মুশতাককে দুঃসাহস না দিতো, তাহলে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারত না। যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সে বুলেটই বেগম জিয়াকে বিধবা করেছে। এটিই এ দেশের ইতিহাস। এই ইতিহাস ভুলে গেলে চলবে না।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে সহায়তা অধিদফতরে চাকরির সুযোগ কেন করে দিয়েছিল বিএনপি আজও সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি।’
সোমবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র উদ্যোগে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে আইইবি’র সাধারণ সম্পাসক এস. এম. মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবি সভাপতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
প্রধান অথিতির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘এ বাংলার মাটিতে বিশ্বাসঘাতকতায় বলি হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। জিয়ার প্ররোচনায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। জেলখানায়ও জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছে। যে জিয়া-মুশতাক ১৫ই আগস্ট এর মাস্টারমাইন্ড, তারাই ৩রা নভেম্বরের জেল হত্যাকাণ্ডেরও মাস্টারমাইন্ড।’
বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, ‘বিএনপি’র আন্দোলন-দফা কিংবা কোনো কর্মসূচির ঠিক নেই। যে আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, পৃথিবীতে এমন আন্দোলন কখনোই সফল হয়নি। জনগণ ছাড়া পৃথিবীর কোথাও আন্দোলন সফল হয়নি, এদেশেও হবে না।’
তিনি বলেন, ‘বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বড় ঠিকানা এবং প্রধান পৃষ্ঠপোষক। বিএনপি আবারও ক্ষমতায় এলে এদেশের রক্তের বন্যা বইয়ে দেবে। কোনো ভালো মানুষকে তারা রাখবে না। মুক্তিযোদ্ধাদের অস্তিত্বকে তারা নিশ্চিহ্ন করে দেবে। তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে নিশ্চিত।’
বিএনপি নেতাদের সিঙ্গাপুর গমন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা দলবেঁদের সিঙ্গাপুর গেছে। জাতীয় পার্টিরও একজন রয়েছে। দেশের রাজনৈতিক আলোচনা তারা এখন বিদেশে গিয়ে করছে।’