Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনশনের চাঁদা: মোবাইল ব্যাংকিংয়ে সার্ভিস চার্জ বাতিলের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ১৫:২৮

ঢাকা: সার্বজনীন পেনশন স্কিমের চাঁদা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদানের ক্ষেত্রে ০.৭ শতাংশ সার্ভিস চার্জ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

মহিউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক জাতীয় পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেছেন। উদ্যোগটি সাধারণ মানুষের জন্য প্রশংসনীয় বটে তবে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা প্রদানের ক্ষেত্রে যে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে তা সম্পূর্ণভাবে অযৌক্তিক।

পেনশন স্কিমের চাঁদা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। এর মাধ্যমে এক হাজার টাকা প্রদানের ক্ষেত্রে একজন গ্রাহকে সাত টাকা সার্ভিস চার্জ দিতে হবে তার সঙ্গে রিটেলারদের অযৌক্তিক দাবি যোগ করলে প্রায় ১০ টাকা খরচ করতে হবে। আমাদের দাবি এই চার্জ প্রত্যাহার করা হোক। প্রয়োজনে এই চার্জ সরকারের পক্ষ থেকে লাভের অংশ থেকে পরিশোধ করার দাবি জানাচ্ছি।

সারাবাংলা/জিএস/এনইউ

পেনশন মোবাইল ব্যাংকিং স্কিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর