Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মার্কিন ব্যবসায়ীরাও জানেন শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হবেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ১৭:৫৮

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মার্কিন ব্যবসায়ীরাও জানেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ক্ষমতায় আসবেন। তাই তারা নির্বাচনের আগে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। বড় বড় মার্কিন কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন। যদি মার্কিন সরকার শেখ হাসিনাকে সরাতে চাইতো তাহলে তাদের বড় ব্যবসায়ীরা এই সময় আসছেন কেন?

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা আওয়ামী লীগ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে।

সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশ আজ একটা জায়গায় চলে এসেছে। স্বাধীনতা পাওয়ার জন্যই আমরা সেটা আজ পেয়েছি। আমাদের যে সবুজ পাসপোর্ট এটা অনেক মূল্যবান- এটাই আমি বোঝাতে চাচ্ছি। এটা সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে।’

নির্বাচন চলে আসছে; অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ষড়যন্ত্র করছে এক দফার। শেখ হাসিনার সরকারকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার করে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমি বলব, ষড়যন্ত্র হয়তো তারা করছে। কিন্তু আমি মনে করি, তারা ষড়যন্ত্র করছে না, তারা একটা স্বপ্ন দেখছে। যে স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন করতে পারবে না।’

বাস্তবায়ন করতে না পারার কারণ জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘তাদের কিন্তু বাংলাদেশের জনগণের কোনো সমর্থন নাই। সেটা তারা জানে, আমরাও জানি। আমরা যখন নিজের এলাকায় যাই, কথা বলি, তখন সবাই বলে- ভাই তারেক রহমান ফের এলে হাওয়া ভবন শুরু যাবে; আমরা মারা যাব, আমাদের দরকার নাই। সেদিন ব্যবসায়ীরা কিন্তু খোলামেলাভাবে বলে দিয়েছে, শেখ হাসিনাকে আমরা আবার চাই। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নাই।’

তারেক রহমানের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘রাজনীতি কেউ যদি করতে চাও তাহলে ঢাকায় ফিরে আস, জেলে যাও। যদি সাহস থাকে তাহলে রাজনীতি কর। সেটা না করে ওখানে আরামে বসে ষড়যন্ত্র করছে। বিদেশিদের কাছে গিয়ে চুক্তি করতে চায়। শেখ হাসিনাকে সরিয়ে দিতে হবে। শোনেন, বিদেশিরাও অত পাগল না। অনেক দেখলাম তো আমরা। অমুক আসতেছে, এসেই সরিয়ে দেবে। এটা করবে, সেটা করবে। অনেক কিছু দেখছি। কিছু হয়-টয় নাই।’

বিজ্ঞাপন

সালমান এফ রহমান আরও বলেন, ‘আজ এই মিটিংয়ের পর আমি বিডা ভবনে যাচ্ছি। সেখানে ৩৫টি বড় বড় মার্কিন কোম্পানির প্রতিনিধিরা আসছে, আমার সঙ্গে দেখা করতে। সবাই বলে আমরা বাংলাদেশে ব্যবসা করতে চাই। আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের ধরে নিলে হবে না যে, সবাই আওয়ামী লীগ করে, সবাই নৌকায় ভোট দেবে। যারা নিরপেক্ষ আছেন তাদের কাছে গিয়ে মন জয় করার জন্য দলের নেতাকর্মীদের কাজ করতে হবে।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। অনুষ্ঠানে আরও আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

প্রধানমন্ত্রী মার্কিন ব্যবসায়ী শেখ হাসিনা সালমান এফ রহমান

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর