১১ বছর পর চালু হলো রামসাগর এক্সপ্রেস
২৯ আগস্ট ২০২৩ ১৮:২৫
ঢাকা: প্রায় ১১ বছর বন্ধ থাকার পর গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর রুটে পুনরায় চালু হলো রামসাগর এক্সপ্রেস।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বোনারপাড়ায় ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
নতুন শিডিউল অনুযায়ী রামসাগর চলবে বোনারপাড়া থেকে উত্তরের শেষ জেলা পঞ্চগড় পর্যন্ত। পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতেও।
আগে রামসাগর এক্সপ্রেস বোনারপাড়া থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল করত। এবার নতুনভাবে চালু হওয়া রামসাগর ট্রেনটি চলবে বোনারপাড়া রেলস্টেশন থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (বী.মু.সি.ই) রেলস্টেশন পর্যন্ত। বোনারপাড়া রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৫টায় ছেড়ে গিয়ে ট্রেনটি বী.মু.সি.ই স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। এই নয় ঘণ্টা ২০ মিনিটে ট্রেনটি ২৪টি রেলস্টেশন অতিক্রম করে পাড়ি দেবে ২৬৪ কিলোমিটার রেলপথ। যার প্রত্যেকটি স্টেশনেই ওঠানামা করবে যাত্রীরা। সর্বোচ্চ ৯০ টাকায় যাত্রীরা বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত যেতে পারবেন। আর সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। দশটি কোচের (বগি) এই ট্রেনটি যাত্রী বহন করতে পারবে ৬৭৮ জন। এটি বন্ধ থাকবে বৃহস্পতিবার (বি.মু.সি.ই-বোনারপাড়া), শুক্রবার (বোনারপাড়া-বি. মু.সি.ই)।
গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তঃনগর রামসাগর এক্সপ্রেস ট্রেন। ওই সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত ট্রেনটি। সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে গিয়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুর পৌঁছাত কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠে। গাইবান্ধাসহ এই রুটের মানুষ রংপুর হয়ে দিনাজপুর এবং দিনাজপুরের যাত্রীরা এই ট্রেনে করে বিভাগীয় শহর রংপুরে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাফতরিক কাজকর্ম শেষ করে সন্ধ্যায় একই ট্রেনে ফিরতেন। কিন্তু জনবল সংকটসহ নানা অজুহাতে ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ করে দেওয়া হয় এই ট্রেনটি। ট্রেনটি বন্ধ হওয়ার পর থেকেই যোগাযোগ সংকট উত্তরণে আন্দোলন করে আসছিলেন গাইবান্ধা- রংপুরের নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ।
ট্রেন চালুর দাবিতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুনরায় চালু হলো রামসাগর ট্রেন।
রামসাগর এক্সপ্রেস পুনরায় চালু উপলক্ষে গাইবান্ধায় এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘বিগত চারদলীয় জোট সরকার দেশের কোনো উন্নয়ন করেনি। এই গাইবান্ধায় ওয়ান ইলেভেনের পর অগ্নিসন্ত্রাস করে পুলিশ সহ অনেক মানুষকে তারা হত্যা করেছিল। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
সারাবাংলা/জেআর/একে