Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমেরিকার নেতৃত্বে বা প্রেসক্রিপশনে দেশ স্বাধীন হয়নি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ২২:৩৪

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমেরিকার নেতৃত্বে বা প্রেসক্রিপশনে দেশ স্বাধীন হয়নি। তারা যে আজ বাংলাদেশকে প্রেসক্রিপশন দেয়, মাথা ঘামাতে আসে- এটা ঠিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের সময়ও সপ্তম নৌ-বহর পাঠিয়ে যুদ্ধকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তখন বন্ধু দেশ ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল। তাই দেশ স্বাধীন হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ শহরের এসএস রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুকে হত্যার পেছনেও ছিল। আমেরিকার সিগনালের কারণেই হিমালয়সম একটা মানুষ, যাকে বাংলাদেশে নয়, বিশ্বের মানুষও মহামানব হিসেবে জানতো সেই বঙ্গবন্ধুকে হত্যা করে মেজর ডালিম, রশিদ, হুদা, মজিদ, মাজেদসহ সেনাবাহিনীর কিছু কুখ্যাত অফিসার।’

তিনি বলেন, ‘কিন্তু জিয়াউর রহমান জাতির পিতার হত্যাকারীদের ক্ষমা করে দেন। তিনিই তাদের নানান জায়গায় পুনর্বাসন করেছিলেন। জিয়ার সময়ে তার বিরুদ্ধে কথা বলায় হাজার হাজার সেনাবাহিনী ও বিমানবাহিনীর অফিসার জোয়ানদের বিনা বিচারে হত্যা করা হয়েছে। তিনি কারফিউ দিয়েছেন, মানুষকে নির্যাতন করেছেন। তার সময়ে অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যার কলকাঠি নেড়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা জাতি হিসেবে গর্বিত যে, আমাদের পূর্বপুরুষরা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। সেই জাতি আমরা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এমন হাজার হাজার মা ছিলেন যারা মুক্তিযুদ্ধের সময় সন্তানকে দেশের জন্য উৎস্বর্গ করেছিলেন।’

রাসিক মেয়র বলেন, ‘আমাদের তারা ভয় দেখায় যে, আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যাবে না, দেশে নির্বাচন হতে দেওয়া হবে না? তাদের প্রেসক্রিপশন অনুযায়ী এ দেশে নির্বাচন হবে না। আজ দেশের যে অভূতপূর্ব উন্নতি- এটা শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। উন্নয়নের নানান সূচক এখন দৃশ্যমান। বাংলাদেশের মানুষের আয় বেড়েছে এটাও উন্নয়নের সূচক।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপি বলছেন অক্টোবর থেকে লাতাগার আন্দোলন করবে। নিয়মতান্ত্রিক আন্দোলন করুক আমাদের আপত্তি নাই। কিন্তু আন্দোলনের নামে ট্রেন পোড়াবেন, বাস পোড়াবেন, সন্ত্রাসী কার্যক্রম চালাবেন তা হবে না। নেত্রী বলে দিয়েছেন এগুলো আর মেনে নেওয়া যাবে না।’

সিরাজগঞ্জকে নৌকার উর্বর ঘাটি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগামীতেও এখানকার ছয়টি আসন পাব ইনশাআল্লাহ। দেশের এত উন্নয়ন মানুষ ভুলে যেতে পারে না ‘ তিনি আরও বলেন, ‘আর যাই হোক তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের মাটিতে ক্ষমতার যাওয়ার যে নকশা করছে, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না।’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, আলহাজ্ব ইসহাক আলী প্রমুখ।

সারাবাংলা/আরএ/পিটিএম

এএইচএম খায়রুজ্জামান লিটন টপ নিউজ রাসিক মেয়র

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর