Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্তিত্বের প্রশ্নে সরকার উদ্বিগ্ন: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৮:০৪

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে সব সময় অজানা শঙ্কায় উদ্বিগ্ন। তাই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ভয়ে রাখার জন্য গুম, ক্রসফায়ারের ধারাবাহিকতা চালু রাখা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে অস্বীকার করার পর আজ আদালতে সোপর্দ করার ঘটনায় এ বিবৃতি দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মী ও সরকারের সমালোচকরা এখন সবচেয়ে বেশি গুম ও গায়েবি মামলায় গ্রেফতার হচ্ছেন। বাসা-বাড়িতে হানা, বাড়ির সদস্যদের প্রতি দুর্ব্যবহারসহ নানাভাবে বিএনপির নেতা-কর্মী ও তাদের পরিবার নির্যাতন—নিপীড়নের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। আওয়ামী দুঃশাসন এখন সর্বত্র পরিব্যাপ্ত।

তিনি বলেন, ‘বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ একজন বলিষ্ঠ নেতা। হবিগঞ্জে তার সংগ্রামী ভূমিকার কারণেই তাকে গতকাল তুলে নিয়ে গিয়ে আজকে গ্রেফতার দেখানো হয়েছে। অনেক দিন থেকেই সরকার তাকে টার্গেট করেছে। তিনি এখন সরকারের প্রতিহিংসার শিকার হলেন। তাকে গ্রেফতারের ঘটনায় আবারও প্রমাণ হল যে, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে বিরোধীদলশূন্য করে নব্য বাকশালী শাসন পাকাপোক্ত করতে বদ্ধপরিকর।

মির্জা ফখরুল বলেন, ‘জুলুম—নির্যাতন—হামলা—মামলার বিরাজমান পরিস্থিতিতেও দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন থেকে পিছপা হবে না। সকল দুর্যোগ—দুর্বিপাক মোকাবেলা করেই জনগণ আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবির আন্দোলনে বিজয় লাভ করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর