Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুম হওয়া পরিবারের কান্নার শব্দ সরকার শুনতে পায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৮:৪০

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, গুম হওয়া পরিবারের কান্না সবার হৃদয় ছুঁয়ে গেলেও সরকার সে কান্নার শব্দ শুনতে পায় না।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

বিজ্ঞাপন

মুখে কালো কাপড় বেঁধে বিএনপির নেতা-কর্মীরা এ মানববন্ধনে অংশ নেন। বিকেল তিনটায় শুরু হয়ে কর্মসূচি চলে চারটা পর্যন্ত। দিবসটি উপলক্ষ্যে কালো পতাকা মিছিল করার কথা থাকলেও শেষ পর্যন্ত মানববন্ধন করে বিএনপি। কী কারণে কর্মসূচি পরিবর্তন করা হলো, সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও আনম সাইফুল প্রমুখ।

ড. মঈন খান বলেন, ‘বিএনপি আজ গণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এ সরকারকে বিদায় নিতে হবে। জনগণ এসব শান্তিপূর্ণ কর্মসূচি অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।’

বিজ্ঞাপন

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, ‘গুম-হত্যার বিচার চাইলে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আওয়ামী লীগকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হবে। আগামীতে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করতে পারলে আওয়ামী লীগ সরকারের সকল অপকর্মের বিচার করা যাবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না। হারিয়ে যাওয়া মানুষদের ফিরে পেতে হলে সরকারের পতনের বিকল্প নেই। আওয়ামী লীগ মানেই অত্যাচার, আওয়ামী লীগ মানেই নিপীড়ন।’

সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপির নেতা-কর্মীদের গুম করেছে। রাজপথে আন্দোলনে দাবি আদায়ের প্রস্তুতি নিন। দেশ-বিদেশের সকলে বিএনপির পাশে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে।’

সারাবাংলা/এজেড/এনএস

ড. মঈন খান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর