Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে বিকল ইঞ্জিন, তিন দিন পর ১৪ জেলে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৯:৩৭

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগর থেকে ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (৩০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের সাঙ্গু মোহনা থেকে তাদের উদ্ধার করা হয়।

কমান্ডার আব্দুর রহমান সারাবাংলাকে জানান, গত বুধবার (২৩ আগস্ট) ‘এফবি কাজী’ নামের একটি ফিশিং বোট বাঁশখালীর প্রেমাশিয়া ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। একপর্যায়ে শনিবার (২৬ আগস্ট) রাতে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ উত্তাল সাগরে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে গভীর সমুদ্রের সাঙ্গু মোহনা থেকে আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর থেকে ওই জেলেদের উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জেলেরা সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে বোটসহ ওই জেলেদের ফিশিং বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এমও

কোস্ট গার্ড জেলে উদ্ধার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর