তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
৩০ আগস্ট ২০২৩ ২০:৩০
ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম আব্দুল হালিম রাঢ়ী (৬৭)।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘাটে। পরে গুরুতর অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও রেলস্টেশনে বেসরকারি কর্মচারী মো. শাহজাহান মিয়া জানান, বিকেলে তেজগাঁও রেলস্টেশনের দক্ষিণ পাশে ‘জামালপুর কমিউটার’ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। দেখতে পেয়ে স্টেশন মাস্টার ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিচয় জানা গেছে। সেখানে তার ঠিকানা লেখা রয়েছে, তেজগাঁও পূর্ব নাখালপাড়া।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া তার স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের কাছ থেকে বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম