চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় ৭০ হাজার ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- টিটু মিয়া (৪১) ও আরজু খান (৩৫)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে আমরা ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করি। ইয়াবাগুলো টেকনাফের নীলা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে। গ্রেফতার টিটুর নামে দেশের বিভিন্ন থানায় পাঁচটি মাদক পাচারের মামলা আছে বলে আমরা জানতে পেরেছি।’
তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।