Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধরলায় ধরা পড়লো বিরল ইল মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ২২:০১

কুড়িগ্রাম: সদর উপজেলায় ধরলা নদীতে খড়া জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির সামুদ্রিক ইল মাছ। ৪ কেজি ওজনের মাছটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট। মাছটি দেখতে শিকারির বাড়িতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

বুধবার (৩০ আগস্ট) সকালে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, ধরলা নদীর শাখা খিরাই নদীতে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান ফারুক হোসেন, হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। বুধবার সকালে তাদের জালে ইল নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটিকে বাড়িতে নিয়ে এলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ফারুকের বাড়িতে ভিড় জমান।

মাছ শিকারী মো. ফারুক হোসেন বলেন, ‘এরকম মাছ আমার জীবনে আমি দেখিনি। আজ সকালে মাছটি আমাদের খড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।’

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাজির খান বলেন, ‘এ মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। কোন কারণে হয়তো এখানে চলে এসেছে। এসব মাছ খাওয়া যায়।’

সারাবাংলা/এমও

ইল মাছ ধরলা


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর