Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ রেলকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৩ ১৫:২১

ছবি: দ্য গার্ডিয়ান

ইতালিতে ওয়াগনবাহী ট্রেনের ধাক্কায় পাঁচজন রেলকর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ট্রেনের লাইন রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইতালির সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবর দ্য গার্ডিয়ান।

পুলিশ জানায়, মিলান থেকে তুরিন যাওয়ার লাইনে দিকে যাচ্ছি ট্রেনটি ওয়াগন পরিবহন করছিল। এটি কোনো বাণিজ্যিক ট্রেন ছিল না। ট্রেনটি ১৬০ কিলোমিটার বেগে ছুটছিল। মধ্যরাতে ব্র্যান্ডিজোর কাছে পৌঁছালে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ করা দলটিকে আঘাত করে ট্রেনটি।

বিজ্ঞাপন

এ সময় দুইজন রেলকর্মী পালাতে সক্ষম হয়েছেন, এর মধ্যে ফোরম্যানও রয়েছেন। তারা দুর্ঘটনাস্থলের কাছেই ছিল। তবে এ ঘটনায় ট্রেন চালকের কোনো ক্ষতি হয়নি।

ইতালির রেল নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএফআই এক বিবৃতিতে পাঁচটি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানায় সংস্থাটি।

ব্র্যান্ডিজো শহরের মেয়র পাওলো বোডোনি সংবাদ সংস্থা এজিআই’কে বলেন, একজন রেলকর্মী তার কাজের ‘৩০০ মিটার এলাকা জুড়ে মানুষের দেহাবশেষ’ ছড়িয়ে থাকাসহ ভয়ানক দৃশ্য বর্ণনা করেছেন। এটি অনেক বড় দুর্ঘটনা। এ ঘটনায় তদন্ত চলছে।

সারাবাংলা/এনএস

ইতালি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর