Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ দিনের মধ্যে ‘সিএইচসিপি’দের বেতন না বাড়লে কঠোর কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০১

ঢাকা: আগামী ১৫ দিনের মধ্যে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বেতন বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সিএইচসিপি অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, ‘কমিউনিটি ক্লিনিক জনসাধারণের মন জয় করে আজ বিশ্ব দরবারে রোল মডেল। সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভার রেজুলেশনে কমিউনিটি ক্লিনিকের অভাবনীয় সাফল্যে কমিউনিটি ক্লিনিক ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নেওয়া হয়। কিন্তু পরিতাপের বিষয় হলো গত ১২ বছরে বর্তমান বাজার ব্যবস্থায় এক টাকাও বেতন বাড়েনি। এমন চাকরি পৃথিবীর ইতিহাসে বিরল।’

‘কর্তৃপক্ষ বার বার মৌখিক এবং লিখিতভাবে চাকরি রাজস্বকরণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সিএইচসিপিরা হতাশ হয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট দায়ের করেন এবং হাইকোর্ট চাকরি রাজস্বকরণের আদেশ দেন। ২০১৮ সালে সংসদে ট্রাস্ট আইন পাশ হলেও আজ পর্যন্ত ট্রাস্টের কোনো সুযোগ সুবিধা কার্যকর করা হয়নি।’

অনতিবিলম্বে সব সুবিধা কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সিএইচসিপি নেতারা।

সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নঈম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি রায়হান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম চৌধুরী, কোষাধ্যক্ষ হাসিব রেজাসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা।

সারাবাংলা/এআই/এমও

কঠোর কর্মসূচি সিএইচসিপি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর