Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৩

জয়পুরহাট: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানত ও ফিরোজকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে পৃথক দু‘টি অভিযানে ক্ষেতলাল এলাকা থেকে আমানত ও পাঁচবিবি এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার ধলাহার গ্রামের ছাইম উদ্দিনের ছেলে আমানত (৬০) ও পাঁচবিবি উপজেলার নাকুরিয়া গ্রামের সামস উদ্দিনের ছেলে ফিরোজ (৩৭)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, আমানত ও ফিরোজকে ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রাম থেকে ৪৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয় জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে তারা জামিন নিয়ে পালিয়ে ছিলেন।

বিজ্ঞাপন

২০২৩ সালের ২৯ আগস্ট জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা দেন।

সারাবাংলা/এমও

গ্রেফতার জয়পুরহাট যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর