Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরু কোম্পানির খামারে আখ রোপণ মৌসুমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকল খামারে আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের আখচাষি গোলাম সরওয়ার লিপুর ১ একর জমিতে ও রঘুনাথপুর গ্রামের চাষি শরিফুলের ৫০ শতক জমিতে আখ রোপণ করে মৌসুমের উদ্বোধন করেন বাংলাদশ চিনি খাদ্য শিল্প করপোরেশনের প্রধান টেকনিক্যাল সার্ভিস (টিএস) ড. জেবুননাহার ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন কেরু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (কৃষি) মাহবুবুর রহমান, কেরুর বাণিজ্যিক খামারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার সাহা, সাব-জোন প্রধান আবু তালহা, ফুরশেদপুর খামারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক, আমচাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বারীসহ অনেকে।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘চিনি কারখানার লোকসান কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে কেরুর নিজস্ব ১ হাজার ৬৪০ একর ও কৃষকদের ৫ হাজার ৩৬০ একর জমিতে আখ রোপণ করা হবে। লক্ষ্যমাত্রা অর্জন হলে ২০২৪-২৫ মাড়াই মৌসুমে চিনিকলে ১ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদন সম্ভব হবে।’

যদিও ২০২২-২৩ আখ রোপণ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি কোম্পানিটি।

সারাবাংলা/এমও

আখ রোপণ কেরু কোম্পানি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর