‘মানুষ এখন বিএনপির অ্যাকশন চায়’
১ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৪
চট্টগ্রাম ব্যুরো: মানুষ এখন বিএনপির নেতৃত্বের কাছে অ্যাকশন চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজির দেউড়ির নুর মোহাম্মদ সড়কে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে নগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালির আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মানুষ নিজের ভোট নিজে দিতে চায় উল্লেখ করে নোমান বলেন, ‘মানুষ এখন বক্তৃতা শুনতে চায় না। মানুষ অ্যাকশন চায়। সেই অ্যাকশন জাতীয়তাবাদী দলের নেতৃত্বের কাছে চায়। আজ মানুষ চায় আমার ভোট আমি দেব, আমার ইচ্ছায় যাকে খুশি তাকে দেব। এখানে অমুককে দেব, তমুককে দেব বলে কোনো কথা নেই।’
জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক পরিবর্তনে নিষ্ঠা দেখিয়েছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজ এই সভা থেকে প্রতিজ্ঞাবধ হতে হবে যে, আমরা লড়াই করব। লড়াই করে বিএনপিকে আবার ক্ষমতায় আনব। আমাদের খতিয়ে দেখা উচিত জিয়াউর রহমানের সঙ্গে মানুষের সম্পর্ক কি রকম ছিল। জিয়াউর রহমানকে মানুষ জানতেন না।’
‘তিনি একজন মেজর ছিলেন। মেজর জিয়া দেশের রাজনীতি ও অর্থনীতির পরিবর্তনে নিষ্ঠা দেখিয়েছেন। আইয়ুবের বিরুদ্ধে লড়াই করে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে পেরেছিল।’
তিনি আরও বলেন, ‘তারুণ্যের যে উচ্ছ্বাস ও চেতনা, সেটা এরশাদ সরকারকে দেখিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই লড়াই বাঁচার লড়াই। এই লড়াইয়ে জিততে হবে। আমরা সেই লড়াইয়ে জিতেছি। এরশাদ পতন হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাই তখন ঐক্যবদ্ধ হয়েছিল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।’
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন ও নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
সারাবাংলা/আইসি/এনএস