Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহে ২৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৪

গত এক সপ্তায় মোট ২৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত ২৮১টি ড্রোনের মধ্যে একটি টিউ-১৪১ স্টির্জও রয়েছে। এসব ড্রোনের ২৯টি রাশিয়ার পশ্চিমাঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

গত কয়েক মাস ধরে রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। ড্রোন ক্ষেপণাস্ত্রের চেয়ে সস্তা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে ফাঁকি দিতে পারে। ফলে রুশ ভূখণ্ডে আঘাত হানার জন্য ইউক্রেন ব্যাপক মাত্রায় ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। এর আগে থেকে রাশিয়াও ইউক্রেনে হামলায় ড্রোনের ব্যাপক ব্যবহার করে আসছে।

গত মে মাসের গোঁড়ার দিকে ক্রেমলিন ভবনের উপর দুটি ড্রোন ধ্বংস করে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা নিয়মিত ঘটনা হয়ে পড়েছে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর