Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধ রাজনৈতিক মুক্তির পাশাপাশি ছিল সাংস্কৃতিক মুক্তিও’

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৪

চট্টগ্রাম ব্যুরো: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বলেছেন, সংস্কৃতি মানে শুধু নাচ, গান, কবিতা না। সংস্কৃতি মানে জীবনাচরণ। মানুষের সাথে সম্পর্কের খাতিরে আসে নাচ, গান, কবিতা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে বিজয় অর্জন করেছি সে বিজয় শুধুমাত্র রাজনৈতিক মুক্তির ছিল না। ছিল সাংস্কৃতিক মুক্তিও।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হাটখোলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ও বইমেলা’র প্রথম দিনের আয়োজনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সংস্কৃতি চর্চার মাধ্যমে জ্ঞান-অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের উচিত সাংস্কৃতিক চর্চা বাড়ানও। উদারভাবে এগিয়ে না আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। বই জীবনের পরম বন্ধু, বইকে ছাড়া যাবে না। জ্ঞান অর্জনের মাধ্যমে অন্যায় আর হিংসা-ক্রোধ থেকে দূরে থেকে ন্যায়ের পথে থাকতে হবে।’

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা স্মরণ করে রিমি বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনের বিশাল সময় জেলে কাটিয়েছেন। আমার মাত্র সাড়ে চার বছর বয়সে আমি বন্ধুক দেখি, বেয়নেট দেখি, পুলিশ দেখি। বাবা যখন জেল থেকে ছাড়া পান তখন আমি তৃতীয় শ্রেণিতে পড়ি। বাবাকে যখন মেরে ফেলা হয় তখন আমার বয়স ১৩। কিন্তু তারপরেও আমরা থেমে থাকিনি।’

‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হলে আমাদের বই পড়তে হবে।’

চট্টগ্রাম হাটখোলা ফাউন্ডেশনের সভাপতি প্রাবন্ধিক কাজী রুনু বিলকসের সভাপতিত্বে ও বিশিষ্ট বাচিকশিল্পী আয়েশা হক শিমু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, ভারতীয় হাই-কমিশনের সহকারী কমিশনার রাজীব রঞ্জন ও কথা প্রকাশের প্রকাশক জসিম উদ্দীন।

বিজ্ঞাপন

এর আগে, এদিন সকালে উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এসময় শিল্পী দেবদাস চক্রবর্তী, মূর্তজা বশীর, রশিদ চৌধুরী, সৈয়দ আবদুল্লাহ খালিদ, হাসি চক্রবর্তী, মনসুরুল করিম ও ভাস্কর নভেরা’র চিত্রকর্ম ও বিভিন্ন দেশসহ চট্টগ্রামের প্রাচীন মুদ্রা নানা শিল্পকর্মের প্রদর্শনী উদ্বোধন করেন ভাস্কর অলক রায়।

তিন দিনব্যাপী এই উৎসব শেষ হবে আগামী ৩ সেপ্টেম্বর।

সারাবাংলা/আইসি/একে

মুক্তিযুদ্ধ রাজনীতি সাংস্কৃতিক মুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর