Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ হাজার কর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় গোলাম দস্তগীর গাজী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৪

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

শনিবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে তিনি নেতাকর্মীর বহর নিয়ে পুরনো বাণিজ্যমেলার মাঠে আয়োজিত জনসভাস্থলে যান। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজেই পায়ে হেঁটে মিছিলের নেতৃত্ব দিয়ে এগিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চের দিকে।

বিজ্ঞাপন

এর আগে, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সংসদ ভবনের সামনে সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জনগণের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ মানেই জনগণের উন্নয়ন।’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই মানুষের উন্নয়নের কথা ভেবেছে। গ্রাম থেকে শহর, শহর থেকে লোকালয় সব জায়গায় আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে।’

তিনি বলেন, ‘আগে গ্রামগঞ্জে যেখানে রাস্তা ছিল না এখন সেখানে পরিবর্তন এসেছে। আগে যেখানে পায়ে হেঁটেও যাওয়া যেত না সেখানে এখন গাড়ি নিয়ে সহজে যাওয়া যায়। মানুষ এখন নির্বিঘ্নে যে কোনো স্থানে যেতে পারে। এটি সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় কারণে।’

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় আরও একধাপ এগিয়ে গেল বলেও মন্তব্য করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, ‘পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, মেট্রোরেল হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হলো। এতে রাজধানীবাসীর কষ্ট দূর হবে। মানুষ এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার কন্যা ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আরও পড়ুন: আওয়ামী লীগ মানেই জনগণের উন্নয়ন: গোলাম দস্তগীর গাজী

সারাবাংলা/একে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর