Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকে থাকতে হলে প্রতিযোগিতায় নামতে হবে: বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৮

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অনগ্রসর বলে নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে প্রতিযোগিতায় নামতে হবে।’

বাংলাদেশ ম্রো ছাত্র সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে মেঘলার পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে এই সম্মেলন হয়।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘আগে শুধু বান্দরবানে ১টি কলেজ ছিল, বর্তমানে ১৪টি কলেজ হয়েছে। রুমা-রোয়াংছড়ি-থানচি কলেজ হয়েছে, জুম চাষিদের সন্তানেরা এখন ঘরের ডাল-ভাত খেয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে। উচ্চ শিক্ষা লাভের পথটা সুগম হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এটা সম্ভব হয়েছে।’

বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি চ্যং লক ম্রো’র সভাপতিত্বে ম্রো ছাত্র সম্মেলনে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়ং ম্রো প্রদীপ, কাইংওয়াই ম্রো, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লেখক সিং ইয়ং ম্রো, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সুয়ালক ইউপির সাবেক চেয়ারম্যান রাংলাই ম্রো, থানচি সদর ইউপি চেয়ারম্যান অং প্রু ম্রোসহ অনেকে।

সারাবাংলা/এমও

প্রতিযোগিতা বীর বাহাদুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর