Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পর্যটন ভিসায় সাক্ষাৎকারের দরকার নেই


১৪ মে ২০১৮ ১৫:০১

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা : ভারতের পর্যটন ভিসা পেতে বাংলাদেশি আবেদনকারীদের আগাম সাক্ষাৎকারের প্রয়োজন নেই বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। সোমবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ৯ জুলাই চট্টগ্রামে, ১০ সেপ্টেম্বর রাজশাহী, রংপুর ও মিরপুর ভিসা আবেদন সেন্টারে পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় নতুন আরও তিনটি ভিসা সেন্টার যুক্ত হলো। সেগুলো হলো সিলেট, ময়মনসিংহ ও বরিশাল।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের ভিসাপ্রাপ্তি বাধাহীন, সুষ্ঠু ও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সিলেট, ময়মনসিংহ, বরিশাল ভিসা সেন্টারে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। ভিসা আবেদনকারীরা প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসার আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য আবেদনপত্র সরাসরি অন্য কাউন্টারে জমা দেওয়া যাবে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

গোলমরিচ যেভাবে দ্রুত ওজন কমায়
২০ অক্টোবর ২০২৪ ১৫:৫১

সম্পর্কিত খবর