‘কৌশলগত পারমাণবিক আক্রমণের’ সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নকল পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এই মহড়া পরিচালনা করা হয় বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়। খবর আলজাজিরা।
রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এই পরীক্ষা চালানো হয়। এর মধ্যে দিয়ে ‘শত্রুদের’ সতর্ক করা হয়েছে যে, পারমাণবিক যুদ্ধের জন্য তারা প্রস্তুত। একইসঙ্গে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ জোরদার করতে উত্তর কোরিয়া প্রতিশ্রুতি বদ্ধ।
নকল পারমাণবিক ওয়ারহেড বহনকারী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দেশটি উপদ্বীপ থেকে পশ্চিম সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। ১৫০ উচ্চতা দিয়ে উড়ে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে গিয়ে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে ওই প্রতিবেদেন বলা হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক মহড়া চালায় উত্তর কোরিয়া। এছাড়া গত মাসের শেষ দিকে একটি ব্যর্থ গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষা চালায় দেশটি, যা ব্যর্থ হয়।