Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে খুলনা : রিজভী


১৪ মে ২০১৮ ১৫:২৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা খুলনাকে আতঙ্কের নগরীতে পরিণত করেছে, বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামীকাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে না পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। সেখানে একনায়কতন্ত্রী শাসনের প্রতিফলন ঘটছে।

রিজভী অভিযোগ করেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেফতার করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে তাণ্ডব চালাচ্ছে। বিএনপি নেতা-কর্মী ও ভোটারদের জন্য অঘোষিত কারফিউ চলছে। আওয়ামী সন্ত্রাসীদের উৎসব চলছে। গতকাল বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার সময় ১০-১২ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।’

এই নির্বাচনকে ঘিরে ইলেকশন কমিশনের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের ভরসা নেই বলেই বিএনপি নির্বাচনে সেনা মোতায়েন চেয়েছিলো।’

এসময় দেশি-বিদেশি বিভিন্ন পর্যবেক্ষণসংস্থা ও গণমাধ্যম কর্মীদের খুলনা সিটি নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।

রমজানে নিত্যপণ্যের দাম বড়ছে অভিযোগ করে রিজভী আরও বলেন, ‘নিত্য পণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। কয়েকদিনের মধ্যেই পাইকারী ও খুচরা বিক্রেতারা জিনিসপত্রের দাম বাড়িয়েছে। সরকারি সিন্ডিকেটের মাধ্যমে পেয়াজ, রসুন, চিনি, কাঁচা মরিচ, বেগুন, আলু, হলুদ, আদা, টমেটো, শসাসহ রমজান মাসে অতিপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া অসৎ ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে কারসাজি করে দ্রব্যের দাম বাড়িয়ে যাচ্ছে। কিন্তু সরকারের মন্ত্রীরা এদের কিছুই করতে পারছেন না।’

বিজ্ঞাপন

রমজানের শুরুতে নানা কারসাজির মাধ্যমে নিত্যপণ্যের এমন দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এসও/আইএ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর